লুকোচুরি খেলা

এই রোদ, এই বৃষ্টি
এক অদ্ভুত লুকোচুরি খেলা
যেন আকাশ মাঝে চলে নিরন্তর
শুধু মন কষাকষির পালা

রাগের মধ্যেই বিরাগ যে আছে লুকিয়ে
আবার বিরাগের মধ্যে রাগের আঘ্রাণ
বৃষ্টির টাপুর টুপুর সোহাগের তালে
আছড়ে পড়ে হত‍্যাকারি বান

কোথা থেকে যে শুরু করি
আর কোথায় গিয়ে শেষ
আদরের মাঝে অভিমানের জোয়ার
জাগায় এক মিষ্টি মধুর রেশ

তাই ত আমি দিলাম তোমায়
আমার প্রাণের মধুর গুঞ্জন
যেখানে রাগের ফাঁকে বিরাগ পাবে
আর পাবে একটা প্রেমসিঞ্চিত মন

সুবীর চক্রবর্তী
১৩ জুলাই ২০২৫


Leave a comment