নিজেকে খুঁজছি আমি
সর্বদা, সারাক্ষণ
আলোক আঁধারে, সীমানার পারে
অসীম নিখিলে, সৃষ্টির অবকাশে
পরমাণুর কেন্দ্রবিন্দুতে
রক্তকণিকার নিরন্তর প্রবাহে
জলপ্রপাতের স্বচ্ছ বারিধারায়
শিশিরের স্নিগ্ধ পদশব্দে
একটি শিশুর নির্মল দৃষ্টিতে
মনুষ্য জাতির হাসি, কান্নায়
তার আনন্দে, তার হাহাকারে
তার সব অন্যায় আবদারে
কিন্তু কি যেন আমাকে নিরন্তর তাড়া করে বেড়ায়
ফিরে ফিরে আসি নিজের হৃদয়ে
সেই একই প্রশ্ন নিয়ে
আমি কে, কে আমি
উত্তরের আশা আর রাখি না
সদা অন্বেষণের গতিতে ভেসে যাই
সুদুরে, মনের মাঝারে
সুবীর চক্রবর্তী
২৩ মে ২০২৫

