ভালই লাগে

একা একা পথ চলতে ভালই লাগে
কত লোক, তাড়াহুড়ো, ছোটাছুটি
সবাই যেন রেসের ঘোড়া
সবাই কে পৌঁছতে হবে সব্বার আগে
আটকে গেলেই মেজাজ খারাপ, গালাগালি
ঠেকাঠেকি, ঠেলাঠেলি, গুঁতোগুঁতি
কখনও বা হাতাহাতি
এসব দেখতে ভালই লাগে

চৌরাস্তার মোড় সন্ধ্যার গোলাপি আভায়
হয়ে ওঠে প্রেমিক প্রেমিকাদের মিলন ক্ষেত্র
ফিসফিস, কানে কানে কত কিছু
বা কখনও শুধু মনে মনে
হয় প্রেম নিবেদন, মিষ্টি মধুর কথপোকথন
আমি শুনতে পাই না
কিন্ত দেখতে আমার ভালই লাগে

মনে হয় এসবের মধ‍্যে আমিও একদিন ছিলাম
তখন ছিল বহু ব‍্যস্ততার দিন
অবসরের প্রবল অভাব
কিন্ত অবসরপ্রাপ্ত জীবনে এখন
অবসরের আর অভাব নেই
রাস্তার দৃশ্য গুলো দেখে মনে হয়
মানুষ নতুন উদ্দীপনায় বাঁচতে চাইছে
তাদের হৃদস্পন্দন আমাকে স্পর্শ করে যায়
তাই রাস্তায় একা একা হাঁটতে হাঁটতে
এসব দেখতে ভালই লাগে

সুবীর চক্রবর্তী
১৯ জানুয়ারি ২০২৫


Leave a comment