এই চলে যাচ্ছে, আর কি

চলতে চলতে দেখা হলে
সেই পুরোনো প্রশ্ন ভেসে আসে কানে
‘কেমন আছেন? ভালো আছেন তো?’
অভ‍্যাসের বশে একটাই উত্তর বেরোয় মুখ থেকে
‘এই চলে যাচ্ছে, আর কি’

কিন্তু সত‍্যি কি চলে যাচ্ছে আমার জীবন
না কি আঁকা বাঁকা পথে চলছে
একটু ঘুরপাকে, একটু পাস কাটিয়ে
কিছুটা মিথ‍্যে বলে, কিছুটা নিয়ম ভেঙ্গে
কিছুটা লড়াই করে, কিছুটা গা বাঁচিয়ে
কিছুটা সন্ধি করে
অনেকটাই, আপোস করে

মাসের প্রথমে টাকার গরমে গা ভাসিয়ে
মাসের শেষে খুচরো গুলো আঁকড়ে ধরে
কোনো কোনোদিন অভিমানের বোঝা বয়ে
আবার কোনোদিন উৎফুল্লতার আভাস নিয়ে
যুদ্ধ করে জীবন যাত্রা চালিয়ে নিয়ে
যুদ্ধের শেষে আশার আলো দেখব বলে
অনেকটাই, শুধু বাঁচব বলে

কিন্তু এতগুলো কথা বোঝাই কি করে?
বাজারের থলে নিয়ে, পথ চলতে চলতে?
তাই এক কথায় কাজ সারি
এই চলে যাচ্ছে, আর কি

সুবীর চক্রবর্তী
২৯ ডিসেম্বর ২০২৪


One thought on “এই চলে যাচ্ছে, আর কি

Leave a comment