যাওয়া হয়ে ওঠেনি

কথা তো হয়েছে কতই
কিন্তু দেখা যে হয়নি কখনও
মনে হয়েছে অনেকবার
গিয়ে দেখা করি
কিন্ত যাওয়া হয়ে ওঠেনি

দেখা হলে কি বলবো
পরস্পরের পাসে বসে কি কথা হবে
তাও নিজের মনে আওড়েছি কতবার
কিন্ত যাওয়া হয়ে ওঠেনি

অনেকবার মনে মনে ভেবেছি
যে পথ চলতে চলতে কোনদিন
হয়ত হঠাৎ দেখা হয়ে যাবে
কিন্তু তাও হয়নি

কেন এরকমটা হলো, জানি না
তুমি কি শুধুই কল্পনা
জানি না
আমার একাকীত্বের চিরসাথী
তুমি কি শুধুই আমার মনের ভ্রম

কিছুই আর জানি না
শুধু এটুকুই জানি
যে যাওয়া হয়ে ওঠেনি

সুবীর চক্রবর্তী
২৫ ডিসেম্বর ২০২৪


Leave a comment